আরও চান মেসি

বার্সেলোনার সামনে 'ট্রেবল' জয়ের হাতছানি; লক্ষ্যের দুই ধাপ দূরে দাঁড়িয়ে লিওনেল মেসি যেন একটু বেশিই সতর্ক। ছোট্ট একটা ভুলেও ভেস্তে যেতে পারে ইতিহাস গড়ার স্বপ্ন। তাই মৌসুমের গুরুত্বপূর্ণ এই শেষ ধাপে এসে সতীর্থদের কাছে আরেকটু বেশি চাইলেন দলটির সেরা এই তারকা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2015, 05:18 PM
Updated : 21 May 2015, 05:18 PM

মৌসুমের শুরুতে বার্সেলোনার পারফরম্যান্সে কিছুটা ভুলত্রুটি চোখে পড়লেও এই বছরের শুরু থেকে তারা হয়ে ওঠে রীতিমত অপ্রতিরোধ্য। দুর্দান্ত আক্রমণ ত্রয়ীর কাঁধে চড়ে এরই মধ্যে লা লিগা জিতেছে তারা। আগামী ৩০ মে লিগ কাপের ফাইনালে আথলেতিক বিলবাও এবং ৬ জুন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ইউভেন্তুসকে হারালেও দ্বিতীয়বারের মতো ট্রেবল জিতবে কাতালুনিয়ার ক্লাবটি।
 
স্বপ্ন পূরণের এত কাছে থেকে কোনো ভুল করতে চান না মেসি। লিগ কাপ জিতে আরেক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি সতীর্থদের উদ্দেশ্যে বলেন, "লিগ শিরোপা খুবই গুরুত্বপূর্ণ, এটা এমন একটা প্রতিযোগিতা, যা সেরাদের জন্য। কিন্তু এই দল অবিশ্বাস্য এবং আমরা এই বছর আরও চাই।"      
 
গত রোববার আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই লা লিগার শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। 
 
এর আগে ২০০৯ সালে পেপ গার্দিওলার অধীনে প্রথমবার 'ট্রেবল' জিতেছিল বার্সেলোনা।