১৭ বছরের বার্সা-বন্ধন ছিড়ল চাভির

বার্সেলোনার জার্সিতে ১৭ বছরের সাফল্যে ভরা ক্যারিয়ার শেষে এবার নতুন ঠিকানায় যোগ দিতে যাচ্ছেন চাভি এর্নান্দেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2015, 02:08 PM
Updated : 21 May 2015, 02:08 PM

কাতারের আল সাদে চাভির যোগ দেওয়ার বিষয়টি আগেই গণমাধ্যমে উঠে আসে। এবার নিজেই খবরটি নিশ্চিত করলেন স্প্যানিশ এই তারকা মিডফিল্ডার।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ২ বছরের জন্য আল সাদে যোগ দেওয়ার খবরটি জানান চাভি। ক্লাব আল সাদও টুইটারে তাদের সঙ্গে চাভির যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করে। পরে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকছে এই চুক্তিতে।

আবেগভরা কণ্ঠে চাভি সাংবাদিকদের বলেন, "এটাই সেরা সিদ্ধান্ত, এটা সহজ ছিল না, তবে এখান থেকে যাওয়ার এটাই সঠিক সময়।"

বয়স ৩৫ হলেও এখনও নিজেকে বার্সেলোনার জন্য প্রয়োজনীয় খেলোয়াড় মনে করেন চাভি। তার মনও নাকি এখানেই থেকে যাওয়ার পক্ষে। কিন্তু দৃশ্যপটে একটা পরিবর্তনের প্রয়োজন বলে মনে করেন কাতালুনিয়ার ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়া এই খেলোয়াড়।

১৯৯১ সালে এগারো বছর বয়সে বার্সেলোনায় নাম লেখানোর পর ক্লাবটির মূল দলের হয়ে ৭৬৪টি ম্যাচ খেলে মোট ২৩টি শিরোপা জেতেন চাভি।

আগামী শনিবার লা লিগার শেষ রাউন্ডে কাম্প নউয়ে বার্সেলোনার হয়ে শেষ ম্যাচ খেলবেন চাভি।

শৈশবের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেও আবারও কাম্প নউয়ে ফেরার স্বপ্নের কথা জানান চাভি। তবে সেটা কোচ হিসেবে।    

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কাতারের ২০২২ বিশ্বকাপের শুভেচ্ছাদূত চাভি প্রতি মৌসুমে এক কোটি ইউরো পাবেন। কাতারের অ্যাসপায়ার অ্যাকাডেমির হয়েও কাজ করবেন তিনি।