ক্রুইফের কাছে রিয়ালের ব্যর্থতা 'হাস্যকর'

স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদের 'বাজে' অবস্থার সমালোচনা করেছেন ইয়োহান ক্রুইফ। স্পেনের সবচেয়ে সফল ক্লাবটির সাত বছরে লিগে একটি মাত্র শিরোপা জয় বার্সেলোনার সাবেক এই কোচ ও খেলোয়াড়ের কাছে হাস্যকর লাগছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2015, 12:07 PM
Updated : 21 May 2015, 12:07 PM

নেদারল্যান্ডসের টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত একটি লেখায় লিগে রিয়াল মাদ্রিদের বাজে অবস্থা নিয়ে অনেক কিছুই বলেন ক্রুইফ।

"এটা হাস্যকর যে, তারা সাত বছরে মাত্র একবারই লিগ জিতেছে। একবার শিরোপা দৌড়ে হারা সমস্যা নয়, কিন্তু অনেক মৌসুমে এটা হওয়া অগ্রহণযোগ্য।"

লা লিগার এই মৌসুমে এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। গত সাত বছরে এটি কাম্প নউয়ের দলটির পঞ্চম শিরোপা।

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের স্বার্থপর মনোভাবের কড়া সমালোচনাও করেন কিংবদন্তি এই ডাচ ফুটবলার।

"আমার সন্দেহ আছে যে, সম্প্রতি হওয়া ম্যাচগুলোয় রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ই তাদের সতীর্থদের গোল করা চেয়েছিল কিনা। এটাই তাদের সঙ্গে বার্সেলোনার পার্থক্য। সেখানে (বার্সেলোনায়) গোলের জন্য সবাই এক হয়।"