বার্সাকে বিদায় জানাচ্ছেন চাভি

আগামী বৃহস্পতিবার বার্সেলোনাকে বিদায় জানাবেন চাভি এর্নান্দেস। এগারো বছর বয়সে নাম লেখানোর পর প্রথমবারের মতো ক্লাবটি ছেড়ে কাতারের আল সাদে যোগ দেবেন স্পেনের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2015, 03:42 PM
Updated : 20 May 2015, 03:42 PM

৩৫ বছর বয়সী স্পেনের মিডফিল্ডার চাভি রাউল গনসালেসকে অনুসরণ করে আল সাদে নাম লেখাতে যাচ্ছেন। রিয়াল মাদ্রিদ ও স্পেনের সাবেক অধিনায়ক রাউল ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত কাতারের ক্লাবটিতে খেলেন।

বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের মালিক চাভি কাতারের অ্যাসপায়ার অ্যাকাডেমির হয়েও কাজ করবেন।

সংবাদমাধ্যমে খবর আসে, কাতারের ২০২২ বিশ্বকাপের শুভেচ্ছাদূত চাভি প্রতি মৌসুমে এক কোটি ইউরো পাবেন। তবে এ ব্যাপারে স্পেনের হয়ে ১৩৩টি ম্যাচ খেলা চাভির এজেন্ট কোনো মন্তব্য করতে রাজি হননি।