চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন বাঁচিয়ে রাখল নাপোলি

সেরি আ থেকে অবনমন নিশ্চিত হয়ে যাওয়া চেজেনাকে হারিয়ে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রাখল নাপোলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2015, 08:25 AM
Updated : 19 May 2015, 08:25 AM

ইতালির শীর্ষ এই লিগের ৩৬তম রাউন্ডের ম্যাচে ৩-২ গোলে জিতেছে নাপোলি। নিজেদের মাঠে সোমবার নাপোলির পক্ষে জোড়া গোল করেন ড্রিস মের্টেন্স। 
 
এই জয়ের পর চতুর্থ স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৩৬ ম্যাচে বেড়ে হলো ৬৩। ৩ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে আছে লাৎসিও। দ্বিতীয় স্থানে থাকা রোমার পয়েন্ট ৬৭।
 
আগেই শিরোপা নিশ্চিত করা ইউভেন্তুসের পয়েন্ট ৮৩। 
 
সেরি আর পয়েন্ট তালিকার প্রথম দুটি দল আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সুযোগ পাবে। আর তৃতীয় দলটিকে প্লে-অফ খেলে মূল প্রতিযোগিতায় আসতে হবে।
 
পঞ্চদশ মিনিটে পিছিয়ে পড়লেও চার মিনিট পরই নাপোলিকে সমতায় ফেরান মের্টেন্স। পরের মিনিটে ইতালির স্ট্রাইকার মানোলো গাব্বিয়াদিনির গোলে এগিয়েও যায় স্বাগতিকরা।    
 
প্রথমার্ধের যোগ করা সময়ে চেজেনার ফরাসি স্ট্রাইকার ডেফ্রেলের দ্বিতীয় গোলে সমতা ফেরে।
 
কিন্তু দ্বিতীয়ার্ধের দ্বাদশ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে নাপোলিকে ফের এগিয়ে দেন বেলজিয়ামের স্ট্রাইকার মের্টেন্স। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত হয় দলটির।