ফেদেরারকে হারিয়ে রোমে চ্যাম্পিয়ন জোকোভিচ

ফরাসি ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূরণের লক্ষ্যে প্রস্তুতিটা ভালোই হলো নোভাক জোকোভিচের। বছরের দ্বিতীয় এই গ্র্যান্ড স্ল্যামের আগের টুর্নামেন্ট ইতালিয়ান ওপেনের শিরোপা জিতেছেন সার্বিয়ার এই তারকা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2015, 11:16 AM
Updated : 18 May 2015, 11:16 AM

রোমের এই প্রতিযোগিতায় আগের তিন ম্যাচের প্রতিটিতে একটি করে সেট হারালেও ফাইনালে প্রতিপক্ষ রজার ফেদেরারকে দাঁড়াতেই দেননি জোকোভিচ। ৬-৪, ৬-৪ গেমে জেতেন বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা।
 
অস্ট্রেলিয়ান ওপেন ৫ বার এবং উইম্বলডনে ২ বার ও ইউএস ওপেনে একবার করে চ্যাম্পিয়ন হওয়া জোকোভিচ এখনও ফরাসি ওপেনের শিরোপা জেতেননি।   
 

ফেদেরারের বিপক্ষে জোকোভিচের এটা ছিল ১৯তম জয়। ৩৯ বারের মুখোমুখি লড়াইয়ে ২০ বার জিতেছেন সুইস তারকা ফেদেরার। 
এই প্রতিযোগিতার মহিলা এককের চ্যাম্পিয়ন হয়েছেন মারিয়া শারাপোভা। ফাইনালে স্পেনের কার্লা সুয়ারেস নাভারোকে ৪-৬, ৭-৫, ৬-১ গেমে হারান রুশ তারকা শারাপোভা। ক্যারিয়ারে এটা তার ৩৫তম ডব্লিউটিএ ট্যুর শিরোপা।
এই মাসের শেষ সপ্তাহে ফরাসি ওপেন শুরু হবে।