ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না বার্সা কোচ

বার্সেলোনায় নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না লুইস এনরিকে। আপাতত স্পেনের ক্লাবটিকে 'ট্রেবল' জেতাতেই মনোযোগী তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2015, 09:11 AM
Updated : 18 May 2015, 09:54 AM

গত রোববার আতলেতিকোর মাঠে লিওনেল মেসির একমাত্র গোলে জয় পায় বার্সেলোনা। আর এতেই এক ম্যাচ হাতে রেখে লা লিগার শিরোপা জিতে বাড়ি ফেরে তারা।

এখন বার্সেলোনার সামনে আছে কোপা দেল রে আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। এ দুটি শিরোপা জিতলেই দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের আনন্দে ভাসবে কাম্প নউ।

ভিসেন্তে কালদেরনে জয়ের পর এনরিকে বলেন, "আমাদের আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার আছে এবং আমাদের দেখাতে হবে প্রতিপক্ষের চেয়ে ভালো আমরা।"

লা লিগা শিরোপা জয়ের আনন্দ, ট্রেবল জয়ের প্রত্যাশা; এসবের মধ্যে ম্যাচ শেষে কথা ওঠে বার্সেলোনায় এনরিকের ভবিষ্যৎ নিয়ে।

এই প্রসঙ্গে এনরিকে বলেন, "আমার নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। বাজে করলে তারাই বের করে দেবে।... আমি ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত নই।"

এ মৌসুমেই বার্সেলোনার দায়িত্ব নেন এনরিকে। শিরোপাশূন্য একটি মৌসুম কাটানোর পর জেরার্দো মার্তিনোকে বিদায় করে এনরিকের হাতে লিওনেল মেসি-নেইমারদের দায়িত্ব তুলে দেয় কর্তৃপক্ষ।

ক্লাবটির সাবেক মিডফিল্ডার সেই স্মৃতিচারণ করে বলেন, শুরুটা খুব একটা সহজ ছিল না তার জন্য।

"দশ মাস আগে আমি এখানে অনেক পরিবর্তন নিয়ে শুরু করেছিলাম। ক্লাব কিছু না জিতে এসেছিল। আমরা জানতাম, এটা একটা ক্রান্তিকাল। সম্ভাব্য সেরা পথেই এটা আমরা করার চেষ্টা করেছি।"