শিরোপা জিতে সমর্থকদের এনরিকের ধন্যবাদ

বার্সেলোনায় কোচ হিসেবে প্রথম শিরোপা জিতে বেশ খুশি লুইস এনরিকে। আনন্দের মুহূর্তে এই অর্জনের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2015, 08:00 AM
Updated : 18 May 2015, 09:55 AM

সবাইকে ধন্যবাদ জানাতে গিয়ে বিশেষ করে সমর্থকদের কথা বলেন এই মৌসুমেই বার্সেলোনার দায়িত্ব নেওয়া এনরিকে। 
 
“শিরোপা জিততে সাহায্য করা সবাইকে স্মরণ করার মুহূর্ত এটা; প্রত্যেককে, বিশেষ করে আমাদের সমর্থকদের।”
 
গত অনেক দিন ধরেই অসাধারণ ফুটবল খেলা বার্সেলোনার শিরোপা জয় প্রাপ্য বলেই মনে করেন ক্লাবটির কোচ। স্পেনের লা লিগার শিরোপা জয়ে নিজেকে সন্তুষ্ট বলে উল্লেখ করেন এনরিকে। তবে আনন্দে আত্মহারা না হয়ে ‘ট্রেবল’ জয়ের লক্ষ্যের কথা বলেন তিনি। 
 
“আমরা আরও দুটি শিরোপা জয়ের আশা করছি। …(মৌসুম শেষ হতে) এখনও তিনটি ম্যাচ বাকি আছে এবং এর দুটি ফাইনাল।”
 
লিওনেল মেসির একমাত্র গোলে রোববার আতলেতিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে কালদেরন থেকে ১-০ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। আর এতেই এক ম্যাচ হাতে রেখে লা লিগার শিরোপা জিতে বাড়ি ফেরে কাতালুনিয়া ক্লাবটি। 
 
আগামী ৩০ মে নিজেদের মাঠ কাম্প নউতে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রের ফাইনালে খেলবে বার্সেলোনা। এরপর ৬ জুন বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইতালির ক্লাব ইউভেন্তুস। 
 
একটি ম্যাচও সহজ হবে না বলেই শিষ্যদের সতর্ক করে দেন এনরিকে। আপাতত কাপের ম্যাচটি নিয়েই বেশি ভাবছেন বার্সেলোনা কোচ। 

“কাপ খুব বিশেষ। কারণ, ফাইনালটি আমরা কাম্প নউতে খেলছি; বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়াম। (লিগ ও কাপ) ডাবল জেতাও অসাধারণ এক বিষয় হবে।”