‘উৎসব-মঞ্চে’ ট্রেবল জয়ের ঘোষণা বার্সার

এক ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জয়ের আনন্দে ভাসছে বার্সেলোনা। তবে জয়ের এই উৎসবের মধ্যেও ট্রেবল জয়ের প্রত্যয়ী ঘোষণা দিয়েছেন ক্লাবটির খেলোয়াড়রা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2015, 06:59 AM
Updated : 18 May 2015, 09:56 AM

রোববার গত মৌসুমের চ্যাম্পিয়ন আতলেতিকোর মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। লিওনেল মেসির একমাত্র গোলে শিরোপা জিতে বাড়ি ফেরে কাতালুনিয়া ক্লাবটি। 
 
এ মৌসুমে প্রথম শিরোপা জয়টা মাঠেই উদযাপন করে বার্সেলোনার খেলোয়াড়রা। তবে অতি আনন্দে ভেসে যেতে চান না তারা।
 
ম্যাচ শেষে শিরোপা জয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বার্সেলোনার মিডফিল্ডার সের্হিও বুসকেতস বলেন, “চ্যাম্পিয়ন্স লিগ বেশি মর্যাদাপূর্ণ, কিন্তু লিগ সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
 
বার্সেলোনার সামনে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের হাতছানি এখন। আগামী ৩০ মে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কোপ দেল রের ফাইনাল খেলবে তারা। আর ৬ জুন বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইউভেন্তুস। 
 
ট্রেবল জিতে মৌসুমটিকে ঐতিহাসিক করতে সতীর্থদের প্রতি আহবান জানান বুসকেতস। 
 
“আমরা ঠিক পথেই আছি এবং ট্রেবল জয় থেকে মাত্র দুটি ম্যাচ দূরে আছি। এটা ঐতিহাসিক এক মৌসুম এবং আমি আশা করি, আমরা এটা করতে পারব।”
 
ডিফেন্ডার জর্দি আলবা ভবিষ্যতের জন্য বসে না থেকে আপাতত লিগ জয়ের আনন্দ করে নেওয়ার কথা বলেন। 
 
“উপভোগের জন্য দারুণ এক দিন এটা। এখন এটা উপভোগ করি-ভবিষ্যতে কি আছে সেটা আমরা জানি না।”
 
ডিফেন্ডার জেরার্দ পিকে অবশ্য সতীর্থদের আনন্দে গা ভাসিয়ে না দেওয়ার পরামর্শ দেন। 
 
“আমাদের এখন কাপ ফাইনালে মনোযোগ দিতে হবে, যেটা খুব কঠিন হবে। আমরা পথেই আছি, কিন্তু এখনও কাজ বাকি আছে।”