মেয়েদের ফুটবলের পাশে জাপান

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সহযোগিতায় প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াতে যাচ্ছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2015, 07:48 PM
Updated : 17 May 2015, 07:48 PM

রোববার সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, মেয়েদের এই আসরের জন্য জেএফএ ৩০ হাজার ডলার দিচ্ছে।
 
৩৩টি জেলার অনূর্ধ্ব-১৪ দল নিয়ে এই আসর আগামী সোমবার থেকে শুরু হবে বলে জানান বাফুফের মহিলা উইংয়ের কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ছয়টি ভেন্যুতে নকআউট ভিত্তিতে খেলা হওয়ার পর আট দল নিয়ে চূড়ান্ত পর্বের লড়াই হবে বলেও জানান তিনি।
 
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতার করায় এই আসরের নাম ‘জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ’ নাম দিয়েছে বাফুফে।