মিলানের জালে বেরার্দির হ্যাটট্রিক

সেরি আয় সাস্সুয়োলোর বিপক্ষে আবারও হেরেছে এসি মিলান। দোমিনিকো বেরার্দির হ্যাটট্রিকে ইতালির শীর্ষ এই লিগে ঐতিহ্যবাহী দলটিকে ৩-২ গোলে হারিয়েছে সাস্সুয়োলো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2015, 03:51 PM
Updated : 17 May 2015, 03:51 PM

সাস্সুয়োলোর মাঠে রোববার ত্রয়োদশ ও ৩১তম মিনিটে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন বেরার্দি। 
 
৩৩তম মিনিটে মিডফিল্ডার জিয়াকোমো বোনাভেনতুরা এবং ৫১তম মিনিটে ডিফেন্ডার অ্যালেক্স গোল করে মিলানকে ম্যাচে ফেরান। 
 
কিন্তু ৭৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করে জয় নিশ্চিত করেন ২০ বছর বয়সী ইতালির স্ট্রাইকার বেরার্দি।
 
৫৭তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ইতালির মিডফিল্ডার বোনাভেনতুরা এবং যোগ করা সময়ে সরাসরি লাল কার্ড দেখে বদলি হিসেবে নামা স্প্যানিশ মিডফিল্ডার সুসো মাঠ ছাড়লে ৯ জনের দলে পরিণত হয় মিলান। 
 
গত জানুয়ারিতে লিগের প্রথম পর্বে মিলানের মাঠে ২-১ গোলে জিতেছিল সাস্সুয়োলো।
 
এই হারের পর ৩৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে মিলান। দুই ধাপ নিচে থাকা সাস্সুয়েলোর পয়েন্ট ৪৩।