বার্সাকেই চ্যাম্পিয়ন দেখছেন গার্দিওলা

চ্যাম্পিয়ন্স লিগের এ মৌসুমের শিরোপা জয়ে বার্সেলোনাকেই ফেভারিট মনে করছেন পেপ গার্দিওলা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2015, 08:45 AM
Updated : 13 May 2015, 08:46 AM

দুই পর্ব মিলিয়ে সেমি-ফাইনালে বার্সেলোনার কাছে ৫-৩ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় বায়ার্ন মিউনিখ। 
 
গত মঙ্গলবার নিজেদের মাঠে দ্বিতীয় পর্বে বার্সেলোনাকে ৩-২ গোলে হারায় গার্দিওলার বায়ার্ন। কিন্তু প্রথম পর্বে ৩-০ গোলে হেরে আসায় বায়ার্নের আর ফাইনালে উঠা হয়নি।
 
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, “আমি আশা করছি, বার্সা তাদের পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতবে।”
 
বার্সেলোনাকে গার্দিওলা কেন এগিয়ে রাখছেন, সেটা বোঝা যায় বায়ার্নের অধিনায়ক ফিলিপ লামের কথায়ও। বার্সেলোনাকে রোখার সাধ্য কারও নেই বলেই মনে করেন তিনি। 
 
“পুরো ৯০ মিনিট ওই খেলোয়াড়দের (বার্সেলোনার খেলোয়াড়) থামিয়ে রাখা অসম্ভব। আমরা এটা (চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল) আজ হারিনি, হেরেছি প্রথম পর্বে।”
 
এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে আগামী ৬ জুন বার্লিনে। এই ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ ঠিক হবে বুধবার রাতে। 
 
বুধবার রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে খেলতে নামবে ইউভেন্তুস। ইতালির ক্লাবটি নিজেদের মাঠে প্রথম পর্বে রিয়ালকে ২-১ গোলে হারায়।