বার্সার দৃষ্টিসীমায় ফাইনাল

সেমি-ফাইনালের প্রথম পর্বে বায়ার্ন মিউনিখকে বড় ব্যবধানে হারানোর পর ফাইনাল খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2015, 09:16 AM
Updated : 7 May 2015, 09:17 AM

গত বুধবার নিজেদের মাঠ কাম্প নউতে বায়ার্নের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় বার্সেলোনা। লিওনেল মেসি জোড়া গোল করেন। দলের বাকি গোলটি করেন নেইমার। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এনরিকে এই ফলকে 'পরিপূর্ণ' বলে উল্লেখ করেন।

"এটা পরিপূর্ণ এক ফল এবং আমাদের ফাইনালের কাছে আরেক ধাপ এগিয়ে নিয়েছে।"

ফাইনালে ওঠা প্রায় নিশ্চিত হয়ে গেলেও শিষ্যদের আনন্দে গা ভাসিয়ে না দেওয়ার পরামর্শ দেন এনরিকে।

"আমাদের অবশ্যই দ্বিতীয় পর্বে (ফাইনাল) নিশ্চিত করতে হবে। আমি নিশ্চিত, এটা খুব কঠিন একটি ম্যাচ হবে।"

৩-০ ব্যবধানে ঘুচিয়ে দ্বিতীয় লেগ জিতে ফাইনালে ওঠা কঠিন হবে বলে মানছেন বায়ার্ন কোচ পেপ গার্দিওলাও।

"তারা এগিয়ে যেতেই আমরা ম্যাচে আমাদের নিয়ন্ত্রণ হারিয়েছি এবং এটা লজ্জার যে, আমরা তৃতীয় গোলটি খেয়েছি। কারণ, ২-০ পিছিয়ে থাকলেও ফিরতি লেগে সুযোগ থাকে। কিন্তু ৩-০ পিছিয়ে থাকার পর তা কঠিন কাজ।"