হেরেও হতাশ নন কার্লো আনচেলত্তি

ইউভেন্তুসের মাঠে হেরে গেলেও খুব একটা হতাশ নন কার্লো আনচেলত্তি। ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদের এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2015, 12:24 PM
Updated : 6 May 2015, 12:25 PM

সেমি-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রাতে ইউভেন্তুস মাঠে ২-১ গোলে হারে রিয়াল।

হারলেও মূল্যবান একটা 'অ্যাওয়ে গোল' পাওয়াটা কিছুটা স্বস্তি জোগাচ্ছে রিয়াল শিবিরে। কারণ এর ফলে আগামী বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ের ফিরতি লেগে ন্যূনতম ১-০ গোলে জিতলেই ফাইনালে উঠে যাবে তারা।

কোচ আনচেলত্তির মনেও হয়তো পরিসখ্যানের এই হিসেব কিছুটা স্বস্তি এনে দিচ্ছে।

"২-১ স্কোরলাইনে আমরা খুশি, কারণ লড়াইটা ঘুরিয়ে দেয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। এটা কোনো ভালো ফল নয়, কিন্তু এটা খারাপও নয়।"

ম্যাচের ফল নিয়ে আনচেলত্তির কথায় স্বস্তি ফুটে উঠলেও সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি।   

"এটা সত্যি যে আমরা আরও ভালো পারফরম্যান্স করতে পারতাম। সবসময় আমরা কার্যকরী ছিলাম না।"

ম্যাচের শুরুতে আলভারো মোরাতার গোলে পিছিয়ে পড়লেও ২৭তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ক্রিস্তিয়ানো রোনালদো। ৪১তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেলেও ভাগ্যের ফেরে হতাশ হতে হয় দলটিকে। বাঁ-দিক থেকে ইসকোর দেয়া ক্রসে শূন্যে উঠে হেড করেছিলেন হামেস রদ্রিগেস, কিন্তু বল পোস্টে লাগে।

এই সুযোগটা মিস হওয়ায় হতাশা প্রকাশ করে আনচেলত্তি জানান, এমনটা না হলে ২-১ গোলে এগিয়েও যেতে পারতেন তারা।