কষ্টের স্মৃতি ভুলতে চান মেসি 

দুই বছর আগে বায়ার্ন মিউনিখের কাছে ৭-০ ব্যবধানে হারের স্মৃতি এখনও ভুলতে পারেননি লিওনেল মেসি। বরং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথে জার্মানির ক্লাবটিকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে ‘কষ্টের’ স্মৃতিটা বার্সেলোনা তারকার মনে আরও মাথাচাড়া দিয়ে উঠছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 04:52 PM
Updated : 6 May 2015, 09:52 AM

ঘরের মাঠ কাম্প নউয়ে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় বায়ার্নের বিপক্ষে সেমি-ফাইনালের প্রথম লেগে খেলবে বার্সেলোনা।
 
২০১২-১৩ মৌসুমেও শেষ চারেই দেখা হয়েছিল বায়ার্ন ও বার্সেলোনার। সে লড়াইয়ের প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ফিরতি লেগে ঘরের মাঠে ৩-০ গোলে হারে মেসিরা। প্রতিযোগিতামূলক লড়াইয়ে সেটাই এই দুই দলের শেষ দেখা।  
 

বুধবারের ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তাই স্বাভাবিকভাবেই এলো দুই বছর আগের ওই সেমি-ফাইনালের প্রসঙ্গ। আর সেটা যে পুরো দলের জন্যই বড় এক কষ্টের ঘটনা ছিল, তা ঢাকার চেষ্টা করেননি তিনি। তবে পুরনোকে পেছনে ফেলে আগামীর লড়াই নিয়েই ভাবতে চান আর্জেন্টিনা অধিনায়ক।
“সেটা অনেক কষ্ট দিয়েছিল, কিন্তু তারপর অনেক সময় পার হয়েছে। এই ম্যাচে আমাদের মতো তারাও ভিন্নভাবে খেলবে এবং এটা ভিন্ন একটা ম্যাচ হবে।”