ফিফায় ব্লাটার নৈরাজ্যের অবসান চান মারাদোনা

ফিফায় জেপ ব্লাটার নৈরাজ্যের অবসান দেখতে চাইছেন দিয়েগো মারাদোনা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আসন্ন সভাপতি নির্বাচনে জর্ডানের আলি বিন আল হুসেইনকে সমর্থন করার বিষয়টিও জানিয়েছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো সাবেক এই ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 04:18 PM
Updated : 5 May 2015, 04:18 PM

৭৯ বছর বয়সী ব্লাটার এবারও ফিফার সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মারাদোনা মনে করেন, ১৯৯৮ সাল থেকে ফিফার সভাপতি পদে থাকা ব্লাটারের যাওয়ার সময় অনেক আগেই হয়ে গেছে।

জর্ডানের রাজধানী আম্মান থেকে ৬০ কিলোমিটার দূরে কিং হুসেইন সম্মেলন কেন্দ্রে এক সাক্ষাৎকারে মারাদোনা বলেন, “সে (আল হুসেইন) ভালো সভাপতি হবে বলে বিশ্বাস না করলে আমি এখানে আসতাম না।”

এরপর ব্লাটারের সমালোচনা করেন মারাদোনা।

“পুরো বিশ্ব জানে, ফিফার ভেতরে সবটাই অরাজকতা, যেখানে কেবল একজন মানুষই সব সিদ্ধান্ত নেয়। কিন্তু সে নিশ্চিতভাবেই কিছু জানে না। তাই এখন পরিবর্তনের সময়।”

ব্লাটার এরই মধ্যে ফুটবলের অনেক ক্ষতি করেছেন বলে মনে করেন মারাদোনা। এবার তার যাওয়ার সময় হয়েছে এবং বাকিদের ফুটবলটাকে সংস্কার করতে হবে বলে উল্লেখ করেন তিনি।