মুক্তিযোদ্ধার কাছে আবাহনীর হার

ফরোয়ার্ডদের ব্যর্থতায় মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের কাছে হেরেছে আবাহনী লিমিটেড। প্রিমিয়ার লিগের গত আসরের রানার্সআপদের বিপক্ষে পাওয়া ১-০ গোলের জয়ে লিগের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মুক্তিযোদ্ধা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2015, 02:08 PM
Updated : 5 May 2015, 02:08 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার মুক্তিযোদ্ধাকে তিন পয়েন্ট এনে দেন কামারা সরবা।

৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে মান্যবর প্রিমিয়ার লিগের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মুক্তিযোদ্ধা। আর ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আবাহনী আছে চতুর্থ স্থানে।

১৯ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় সবার ওপরে রয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

শুরুতে মুক্তিযোদ্ধার একটি আক্রমণ ক্রসবারে লেগে প্রতিহত হওয়ার পরই আক্রমণে যায় আবাহনী লিমিটেড। কিন্তু উবম হেনরি ফেলিক্সের হেড দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক তিতুমীর চৌধূরী।

দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। মহিউদ্দিনের ক্রসে গতিময় হেডে আবাহনীর গোলরক্ষককে পরাস্ত করেন সেনেগালের ফরোয়ার্ড কামারা সরবা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মুক্তিযোদ্ধা।

দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি আবাহনী। ৬০তম মিনিটে ওয়াহেদের শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এরপর ওয়াহেদের বদলি হিসেবে নামা সজীব গোলের সুযোগ নষ্ট করেন।

সমতায় ফেরা গোলের জন্য মরিয়া আবাহনী শেষ দিকে মুক্তিযোদ্ধার রক্ষণভাগে বেশ চাপের সৃষ্টি করে। গোলের সুযোগও পেয়েছিল জর্জ কোটানের শিষ্যরা। কিন্তু হাঙ্গেরির মিডফিল্ডার গাবর দামিয়েনের দুর্বল শট তিতুমীরকে পরাস্ত করতে পারেনি।

এরপর সতীর্থের ক্রসে আমিনুর রহমান সজীবের নেওয়া শেষ মুহূর্তের হেডও মুক্তিযোদ্ধার গোলবার ঘেঁষে বাইরে দিয়ে চলে যায়। ফলে চলতি লিগে টানা দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়ে কোটানের দল।