মুখোশ পরে বার্সার বিপক্ষে খেলতে চান লেভানদোভস্কি

চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও যে কোনো মূল্যে কাম্প নউয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম পর্বে খেলতে চান রবের্ত লেভানদোভস্কি। প্রয়োজনে আঘাত প্রতিরোধ করতে পারে এমন মুখোশ পরে মাঠে নামার পরিকল্পনার কথাও জানিয়েছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2015, 09:42 AM
Updated : 4 May 2015, 09:42 AM

গত মঙ্গলবার জার্মান কাপের সেমি-ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা লেগে চোয়াল ভেঙে যায় লেভানদোভস্কির। একই ম্যাচে মাংশপেশিতে চোট পান দলটির আরেক নির্ভরযোগ্য খেলোয়াড় আরিয়েন রবেন। পর দিনই নিজেদের ওয়েবসাইটে বার্সেলোনার বিপক্ষে এই দুই খেলোয়াড়কে না পাওয়ার কথা জানায় বায়ার্ন।

পোল্যান্ডের তারকা লেভানদোভস্কি অবশ্য সহজে হাল ছেড়ে দিচ্ছেন না। টুইটারে মুখোশ পরা নিজের একটি ছবি পোস্ট করে এভাবেই বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি। চোট পাওয়ার পরের দিনও কাম্প নউয়ের ম্যাচে খেলার আশার কথা টুইটারে লিখেছিলেন তিনি।   

এ বিষয়ে কোচ পেপ গার্দিওলা অবশ্য এখনও তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তিনি জানান, লেভানদোভস্কির খেলার ব্যাপারটা সম্পূর্ণ দলের চিকিৎসকদের অনুমতির উপর নির্ভর করছে।