টটেনহ্যামের মাঠে সিটির লড়াই করে জয়

টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে প্রিমিয়ার লিগের সেরা তিনে থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে ম্যানচেস্টার সিটি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 05:10 PM
Updated : 3 May 2015, 05:10 PM

ষষ্ঠ স্থানে থাকা টটেনহ্যামকে রোববার সের্হিও আগুয়েরোর একমাত্র গোলে হারায় গত মৌসুমের চ্যাম্পিয়ন সিটি। 
 

প্রতিপক্ষের মাঠে ২৯তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন আগুয়েরো। পাল্টা আক্রমণে দাভিদ সিলভার বাড়ানো বল পেয়ে উপরের কোণা দিয়ে লক্ষভেদ করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। 
এবারের লিগে আগুয়েরোর এটা ২২তম গোল। গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের স্ট্রাইকার হ্যারি কেইনের গোল ২০টি।
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট ৩৫ ম্যাচে বেড়ে হলো ৭০। ২ ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৬৫, তারাও ৩৫ ম্যাচ খেলেছে।
দিনের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে একমাত্র গোলে হারিয়ে ৩ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে চেলসি, তাদের পয়েন্ট ৮৩।