চেলসিকে আবার শিরোপা জিতিয়ে গর্বিত মরিনিয়ো

গত মৌসুমে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন পেতে যেখানে শেষ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল, সেখানে এবার ৩ ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতে নিল চেলসি। আর এমন দাপটের সঙ্গে শিরোপা নিশ্চিত করে 'গর্বিত' কোচ জোসে মরিনিয়ো শোনালেন, সেই পুরনো আত্মবিশ্বাসের কথা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 04:45 PM
Updated : 3 May 2015, 04:45 PM

পর্তুগিজ এই কোচ জানালেন, লিগের শুরু থেকেই তার শিরোপা জেতার আত্মবিশ্বাস ছিল। একের পর এক ম্যাচ জেতাতেই বিশ্বাসটা দৃঢ় হয়েছিল।  
 
"মৌসুমের গুরুত্বপূর্ণ মুহূর্ত মোকাবেলা করার মতো মানসিকতা সবার ছিল। শিরোপা জিততে প্রয়োজনীয় সবকিছুই আমাদের ছিল বলে আমি ভেবেছিলাম।"
 
রোববার ঘরের মাঠে এডেন হ্যাজার্ডের একমাত্র গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে চেলসি। 
 

গত ১১ বছরের মধ্যে লিগে চেলসির এটা চতুর্থ শিরোপা। এর আগে ২০০৯-১০ মৌসুমে শেষবার ইপিএলের চ্যাম্পিয়ন হয়েছিল ক্লাবটি।
দ্বিতীয় মেয়াদে চেলসির দায়িত্ব নেওয়ার দ্বিতীয় বছরেই লন্ডনের ক্লাবটিকে প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিলেন কোচ জোসে মরিনিয়ো। 
'স্পেশাল ওয়ান' নামে পরিচিত এই কোচের কৃতিত্বটা ভালো করে বোঝা যায় চেলসির মোট প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের হিসেবটা দেখলে। এবার দিয়ে পঞ্চমবার ইংলিশ ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হলো তারা। আর এর মধ্যে তিনবারই মরিনিয়োর অধীনে শিরোপা জিতল স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি। 
পর্তুগিজ এই কোচের প্রথম মেয়াদে ২০০৪-০৫ ও ২০০৫-০৬ মৌসুমে লিগে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি।  
ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে মরিনিয়ো জানান, তিনি খুব খুশি এবং গর্বিত। এখন তার কিছুটা বিশ্রাম দরকার।