এগিয়ে গিয়েও ড্র মোহামেডানের

এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগ ম্যাচে ফেনী সকারের সঙ্গে ড্র করে পয়েন্ট খুইয়েছে ঐতিহ্যবাহী দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 01:28 PM
Updated : 3 May 2015, 01:28 PM

বঙ্গবন্ধু স্টেডিয়ামে রোববার ১-১ ড্র ম্যাচে মোহামেডানের মোহাম্মদ ইব্রাহিম ও ফেনী সকারের জাত্তা মুস্তাফা একটি করে গোল করেন।

শুরুতে গোছালো ফুটবল খেলে এগিয়ে যায় মোহামেডান। পঞ্চম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ায় মোহামেডানকে মাপা শটে লক্ষ্যভেদ করে এগিয়ে দেন ইব্রাহিম।

এগিয়ে যাওয়ার পর গতি, ছন্দ হারায় মোহামেডান। ২০তম মিনিটে বক্সের মধ্যে ফেনীর জাত্তা মুস্তাফাকে ফেলে দেন সোহেল রানা। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে ফেনীকে সমতায় ফেরান গাম্বিয়ার ফরোয়ার্ড মুস্তাফা।

দ্বিতীয়ার্ধে ফেনীর চেয়ে মোহামেডান আক্রমণে এগিয়ে থাকলেও গোল করতে ব্যর্থ হয়। শেষ দিকে মোহামেডানের ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজের প্রচেষ্টা লক্ষ্যে না থাকায় সমতায় শেষ হয় ম্যাচটি।

৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চলতি লিগের তালিকায় তৃতীয় স্থানে আছে মোহামেডান। আর ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ফেনী।

ছয় জয় ও এক ড্রয়ে পাওয়া ১৯ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।