জ্যামাইকাকে জেতাতে পারলেন না বোল্ট

১০০ মিটার রিলেতে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট জ্যামাইকাকে জেতাতে পারেননি। আইএএএফ বিশ্ব রিলের এই ইভেন্টে প্রথম হয়েছে যুক্তরাষ্ট্র দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 10:51 AM
Updated : 3 May 2015, 10:51 AM

বাহামার রাজধানী নাসাউতে শনিবার হওয়া এই দৌড়ে জ্যামাইকার প্রথম তিন অ্যাথলেটের চেয়ে ৫ মিটার এগিয়ে যায় যুক্তরাষ্ট্রের তিন দৌড়বিদ মাইক রজার্স, জাস্টিন গ্যাটলিন ও টাইসন গে। তবে চতুর্থ ও শেষ পর্বে উসাইন বোল্ট থাকায় নাটকীয় জয়ের আশা ছিল জ্যামাইকার। কিন্তু ব্যবধান কমাতে পারলেও ঘোচাতে পারেননি তিনি।
 
বোল্টকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের চার নম্বর দৌড়বিদ রায়ান বেইলি ৩৭.৩৮ সেকেন্ডে দৌড় শেষ করেন, এটা ১০০ মিটার রিলেতে সপ্তম দ্রুততম টাইমিং। দ্বিতীয় হয়ে দৌড় শেষ করতে ৩৭.৬৮ সেকেন্ড সময় লাগে জ্যামাইকার। 
 
এখানে অংশ নেয়া আটটি দলই আগামী বছর রিও দে জেনেইরোর অলিম্পিকে সরাসরি অংশ নেবে।  
 
হেরে গিয়ে ভীষণ হতাশ অলিম্পিকে মোট ৬টি সোনা জেতা বোল্ট। তবে এই হারের জন্য নিজেদের ফর্মে না থাকাটাই প্রধাণ কারণ বলে মনে করেন ১০০ ও ২০০ মিটারের বিশ্ব রেকর্ডের এই মালিক। অবশ্য যুক্তরাষ্ট্রের চার দৌড়বিদকে প্রশংসা করতেও ভোলেননি তিনি।