কিছুতেই হাল ছাড়ছেন না আনচেলত্তি

লিগ শেষ হতে আর তিন ম্যাচ বাকি আছে, শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান সেই দুই-ই আছে রিয়াল মাদ্রিদের। তবুও শিরোপা লড়াইয়ে হাল ছেড়ে দিতে রাজি নন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 10:35 AM
Updated : 3 May 2015, 10:35 AM

ক্রিস্তিয়ানো রোনালদোর অসাধারণ এক হ্যাটট্রিকে শনিবার সেভিয়ার মাঠ থেকে ৩-২ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল মাদ্রিদ। এর আগে করদোবার মাঠে স্বাগতিকদের ৮-০ গোলে হারায় আসে বার্সেলোনা। 
 
৩৫তম রাউন্ড শেষে বার্সেলোনার পয়েন্ট ৮৭। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৮৫।
 
গত অনেকদিন ধরেই বার্সেলোনা অসাধারণ ফুটবল খেলছে। আর তাদের আক্রমণ-ত্রয়ী লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমাররা রয়েছেন ফর্মের তুঙ্গে। সব মিলিয়ে অনেকেই ধরে নিয়েছেন, বার্সেলোনা আর হোঁচট খাবে না এবং শিরোপা লুইস এনরিকের দলই ঘরে তুলবে। 
 
আনচেলত্তি এই ভাবনার সঙ্গে একমত নন। চূড়ান্ত আশাবাদী আনচেলত্তি বলেন, “আমাদের যা কাজ তা করতে হবে, আর এটা হচ্ছে শেষ তিনটি ম্যাচ জেতা।”
 
বার্সেলোনার সাম্প্রতিক ভালো ফর্ম নিয়েও কথা বলেন আনচেলত্তি। 
 
“বার্সেলোনা দারুণ দল এবং (করদোবার বিপক্ষে) আক্রমণে খুব নিখুঁত ছিল। তারা এত গোল করেছে বলে আমি বিস্মিত হইনি।”