বায়ার্নের বিপক্ষে বার্সার একই রূপ চান কোচ

করদোবাকে উড়িয়ে দেওয়া জয় নিয়ে ফেরার পর বার্সেলোনার কোচ লুইস এনরিকে খেলোয়াড়দের কাছে তার চাওয়ার কথা জানিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও দলকে এই একই রূপে দেখতে চান তিনি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2015, 09:57 AM
Updated : 3 May 2015, 09:57 AM

লুইস সুয়ারেসের হ্যাটট্রিক আর লিওনেল মেসির জোড়া গোলে শনিবার করদোবার মাঠ থেকে ৮-০ ব্যবধানের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। 
 
এমন একটি জয়ের পর বেশ খুশি এনরিকে। তবে এই জয়ের আবেশ নিয়ে পড়ে থাকতে চান না তিনি। মেসি-সুয়ারেস-নেইমারদের এই রুদ্র মূর্তি চ্যাম্পিয়ন্স লিগেও কামনা করেন তিনি। 
 
“আমরা গ্রীষ্মের দিকে যাচ্ছি এবং খেলোয়াড়দের ওপর তাপমাত্রার প্রভাব পড়াটা যৌক্তিক। কোনো সমস্যা নেই। বুধবারের ম্যাচের জন্য প্রস্তুত হতে আমাদের যথেষ্ট দিন আছে।”
 
চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম পর্বে নিজেদের মাঠ কাম্প নউতে বুধবার বায়ার্নের বিপক্ষে খেলবে বার্সেলোনা। 
 
চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের আগে করদোবার বিপক্ষে বড় জয় দারুণ এক স্বস্তি বার্সেলোনার জন্য। ম্যাচটিতে আরেকটি ঘটনাও ক্লাবে সুখের বাতাস নিয়ে এসেছে। হ্যাটট্রিকের সুযোগ থাকার পরও ৮৫তম মিনিটে মেসি নিঃস্বার্থভাবে নেইমারকে পেনাল্টি নিতে দেন। 
 
বিষয়টি নিয়ে ম্যাচ শেষে কথা বলতে হয় এনরিকেকে। 
 
“(বার্সেলোনার পেনাল্টি নেওয়ার বিষয়ে) খেলোয়াড়রাই সিদ্ধান্ত নেয়। কাকে তারা সবচেয়ে উপযুক্ত ভাবছে, এটা এর ওপর নির্ভর করে।”