শিরোপা থেকে ১ পয়েন্ট দূরত্বে ইউভেন্তুস

ফিওরেন্তিনার বিপক্ষে পিছিয়ে পড়েও কার্লোস তেভেসের জোড়া গোলে দারুণ নাটকীয় এক জয়ে সেরি আর শিরোপা ধরে রাখার খুব কাছাকাছি পৌঁছে গেছে ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2015, 07:53 AM
Updated : 30 April 2015, 07:55 AM

আর ১ পয়েন্ট পেলেই ইতালির শীর্ষ এই লিগে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হবে ইউভেন্তুস।

ইউভেন্তুস স্টেডিয়ামে বুধবার রাতে ৩-২ গোলে জেতে স্বাগতিকরা।

৩৩তম মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার গনসালো রদ্রিগেসের গোলে পিছিয়ে পড়লেও ৩ মিনিট পরেই গোলটি শোধ করে দেন ইউভেন্তুসের স্প্যানিশ স্ট্রাইকার ফের্নান্দো লরেন্তে।

সমতায় ফেরার পর প্রথমার্ধের যোগ করা সময়ে তেভেসের হেডে এগিয়ে যায় ইউভেন্তুস। আর ৭০তম মিনিটে ডি বক্সের ডান দিক থেকে কোনাকুনি শটে ব্যবধান বাড়ান আর্জেন্টাইন এই স্ট্রাইকার।

৯০তম মিনিটে স্লোভেনিয়ার মিডফিল্ডার ইয়োসিপ ইলিসিচ ব্যবধান কমালেও ইউভেন্তুসের জয়ের পথে বাধা হতে পারেনি দলটি।

এই জয়েই শিরোপা ঘরে তুলতে পারতো মাস্সিমিলিয়ানো আলেগ্রির দল। কিন্তু দিনের অন্য ম্যাচে লাৎসিও ৪-০ গোলে পার্মাকে হারানোয় অপেক্ষায় থাকতে হচ্ছে তেভেস-পিরলোদের।

আগামী শনিবার সাম্পদোরিয়ার মাঠে হার এড়ালেই প্রতিযোগিতায় ৩১তম শিরোপা জিতবে ইউভেন্তুস।