অদম্য বার্সেলোনার 'অনিন্দ্যসুন্দর' গোল

গেতাফের বিপক্ষে অসাধারণ কিছু গোল করেছে বার্সেলোনা। অনিন্দ্যসুন্দর সেইসব গোল দেখে কোচ লুইস এনরিকের মনে হয়েছে, লিওনেল মেসি, লুইস সুয়ারেস আর নেইমাররা এখন অদম্য।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2015, 11:10 AM
Updated : 29 April 2015, 11:16 AM

মঙ্গলবার নিজেদের মাঠে স্পেনের লা লিগায় গেতাফেকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। মেসি ও সুয়ারেস জোড়া গোল করেন। বাকি দুটি গোল করেন নেইমার ও চাভি এরনান্দেস।

ম্যাচের নবম মিনিটেই পানেনকা স্টাইলে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন মেসি। ২৫তম মিনিটে শূন্যে ভেসে অসাধারণ এক ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেস।

ডি বক্সের ভেতরে পায়ের অসাধারণ কারিকুরিতে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে ২৮তম মিনিটে স্কোরশিটে নাম লেখান নেইমার। ৪০তম মিনিটে সুয়ারেসের দ্বিতীয় গোলটিও ছিল চোখজুড়ানো। এর আগে চাভি আর দ্বিতীয়ার্ধে মেসির দ্বিতীয় গোল দুটিও ছিল চেয়ে দেখার মতো।

মেসি-নেইমারদের পারফরম্যান্সে এক কথায় মুগ্ধ এনরিকে।

"এতগুলো অসাধারণ গোলের ম্যাচ এর আগে দেখেছি কিনা করতে পারছি না আমি।"

এরপরই শিরোপা লড়াই বার্সেলোনার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ভয় পাইয়ে দেওয়ার মতো কথাটা বলেন এনরিকে।

"দল যখন এরকম কার্যকর, তারা তখন অদম্য।"