লিগ জিতেই থামতে নারাজ বায়ার্ন কোচ

চার ম্যাচ বাকি থাকতে লিগ শিরোপা নিশ্চিত হয়ে গেলেও এখানেই থামতে চায় না বায়ার্ন মিউনিখ। আত্মতুষ্টিতে না ভুগে আরও সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যের কথা জানান দলটির কোচ পেপ গার্দিওলা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 03:00 PM
Updated : 27 April 2015, 03:00 PM

৩০তম রাউন্ডে গত শনিবার হার্থা বার্লিনকে হারিয়ে শিরোপার খুব কাছে পৌঁছে যায় বায়ার্ন। আর গত রোববার বরুসিয়া মনশেনগ্লাডবাখের কাছে দ্বিতীয় স্থানে থাকা ভলফসবুর্গ হেরে যাওয়ায় হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত হয়ে যায় জার্মানির সফলতম দলটির। 
 
বুন্দেসলিগায় সব মিলিয়ে ২৫ বার চ্যাম্পিয়ন হওয়ার উপলক্ষটা ঘটা করে উদযাপনের সুযোগ পায়নি বায়ার্নের খেলোয়াড়রা। কারণ আগামী মঙ্গলবার জার্মান কাপের সেমি-ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে তারা। 
 
গার্দিওলারও এখনই উদযাপন করার কোনো তাড়া নেই। 
 
শিরোপা জয়ের আনন্দে সাংবাদিকদের বায়ার্ন কোচ বলেন, “সফলভাবে শিরোপা ধরে রাখতে পেরে আমরা খুবই খুশি। এটা উদযাপনের সময় আমরা পাব, কিন্তু আগামীকাল ডর্টমুন্ডের বিপক্ষে আমাদের একটা ‘ফাইনাল’ (জার্মান কাপের সেমি-ফাইনাল) আছে।”
 
বুন্দেসলিগা জিতে তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ‘ট্রেবল’ জয়ের লক্ষ্যে প্রথম ধাপ পার করেছে বায়ার্ন।

জার্মান কাপের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও সেমি-ফাইনালে উঠেছে তারা। ইউরোপ সেরার প্রতিযোগিতার ফাইনালে উঠতে আগামী মাসে স্পেনের জনপ্রিয় ক্লাব বার্সেলোনার বিপক্ষে দুই লেগের লড়াইয়ে নামবে বায়ার্ন।