ইংলিশ ফুটবলের বর্ষসেরা হ্যাজার্ড

ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন চেলসির এডেন হ্যাজার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2015, 09:04 AM
Updated : 27 April 2015, 01:40 PM

টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি কেইন ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক দাভিদ দে হেয়াকে হারিয়ে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) পুরস্কারটি জেতেন বেলজিয়ামের মিডফিল্ডার হ্যাজার্ড। 
 
এবারের প্রিমিয়ার লিগ শিরোপা জেতার খুব কাছে পৌঁছে যাওয়া চেলসির হয়ে মৌসুম জুড়ে দারুণ খেলছেন ২৪ বছর বয়সী হ্যাজার্ড; এই সময় মোট ৩৩ ম্যাচ খেলে ১৩টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ৮টি গোল করান তিনি।
 
ইংলিশ স্ট্রাইকার কেইন পিএফএ-এর সেরা না হতে পারলেও বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন। এখানে তিনি সেরার পুরস্কার জিততে হ্যাজার্ড এবং লিভারপুলের ফিলিপে কৌতিনিয়োকে পেছনে ফেলেন। 
 
এই মৌসুমে টটেনহ্যামের হয়ে এ পর্যন্ত ২০ গোল করে গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ২১ বছর বয়সী কেইন।