বুন্দেসলিগায় টানা তৃতীয় শিরোপা বায়ার্নের 

বুন্দেসলিগায় টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো বায়ার্ন মিউনিখ। বরুসিয়া মনশেনগ্লাডবাখের কাছে দ্বিতীয় স্থানে থাকা ভলফসবুর্গ হেরে যাওয়ায় ৪ রাউন্ড বাকি থাকতেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যায় জার্মানির সবচেয়ে খ্যাতনামা ক্লাবটির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 06:12 PM
Updated : 26 April 2015, 06:12 PM

বুন্দেসলিগায় সব মিলিয়ে ২৫ বার চ্যাম্পিয়ন হলো জার্মানির সফলতম দলটি।
 
রোববার মনশেনগ্লাডবাখের মাঠে ১-০ গোলে হারে ভলফসবুর্গ, ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৬১। চ্যাম্পিয়ন বায়ার্নের পয়েন্ট ৭৬।
 
এরই সঙ্গে তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ‘ট্রেবল’ জয়ের লক্ষ্যে প্রথম ধাপ পার হলো বায়ার্ন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপের সেমি-ফাইনালে উঠেছে তারা। 
 
আগামী মঙ্গলবার জার্মান কাপের শেষ চারে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে বায়ার্ন। আর ইউরোপ সেরার মঞ্চে ফাইনালের ওঠার পথে বার্সেলোনার বিপক্ষে লড়তে হবে পেপ গার্দিওলার দলকে।