অঘটনের শিকার ইউভেন্তুস 

ইতালির শীর্ষ লিগ সেরি আয় অঘটনের শিকার হয়েছে ইউভেন্তুস। তোরিনোর মাঠে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 04:03 PM
Updated : 26 April 2015, 04:03 PM

নগর প্রতিবেশী দলটির মাঠে ৩৫তম মিনিটে আন্দ্রেয়া পিরলোর গোলে এগিয়ে যায় ইউভেন্তুস। ২৫ গজ দূর থেকে দারুণ শটে বল জালে জড়ান ইতালির অভিজ্ঞ এই মিডফিল্ডার। 
 
১০ মিনিট পরেই অবশ্য গোলটি শোধ করে দেন মাত্তেও দারমেইন। ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ইতালির এই ডিফেন্ডার। 
 
আর দ্বিতীয়ার্ধের দ্বাদশ মিনিটে ইউভেন্তুসের জালে দ্বিতীয় গোল করেন ফাবিও কুয়াইয়েরেল্লা। খুব কাছ থেকে বল জালে পাঠান ইতালির এই স্ট্রাইকার। 
 
যোগ করা সময়ে ভালো দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে না পারায় হারের হতাশায় মাঠ ছাড়তে হয় তাদের। 
 
এই হার অবশ্য ইউভেন্তুসের শিরোপা জেতার পথে তেমন কোনো বাধা হচ্ছে না। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দ্বিতীয় স্থানে থাকা লাৎসিওর পয়েন্ট ৫৯।