নেপাল থেকে নিরাপদে ফিরল বাংলাদেশের মেয়েরা

ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল থেকে নিরাপদে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে খেলতে সেখানে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 03:26 PM
Updated : 26 April 2015, 03:26 PM

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী বিমানে করে নেপাল থেকে রোববার রাত সাড়ে আটটায় ফুটবলাররা দেশে ফেরে।

ইরানের বিপক্ষে শনিবার এ আসরের ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর ম্যাচটি আর মাঠে গড়ায়নি।

রোববার ভূমিকম্প ফের আঘাত হানে নেপালে। ফলে চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিত্যক্ত ঘোষণা করে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

সেমি-ফাইনালে ইরানকে ২-০ গোলে হারিয়ে এ আসরের ফাইনালে ওঠে কৃষ্ণা-মার্জিয়ারা। শেষ চারে ওঠার পথে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করা বাংলাদেশ ভুটানের মেয়েদের বিপক্ষে ১৬-০ ব্যবধানে জিতেছিল।