শিরোপা-ভাগ্য নিজেদের হাতে রেখে খুশি বার্সা কোচ

এসপানিওলের বিপক্ষে জয়ে স্পেনের লা লিগার শিরোপা-ভাগ্য নিজেদের হাতেই রয়েছে বার্সেলোনার। মৌসুমের শেষ পর্যায়ে এসে দলের এই অবস্থায় খুশি কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 09:58 AM
Updated : 26 April 2015, 10:15 AM

শনিবার এসপানিওলের মাঠ থেকে নেইমার ও লিওনেল মেসির গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। দুটি গোলই বার্সেলোনা প্রথমার্ধে পায়। ম্যাচ শেষে প্রথমার্ধে দলের দুর্দান্ত পারফরম্যান্সের বিষয়টি তাই আলাদা করে উল্লেখ করেন এনরিকে।

“দল ধারবাহিকভাবে পরিণত হচ্ছে এবং আমাদের খেলার সব দিক বিবেচনায় এটা সেরা প্রথমার্ধ ছিল। প্রতিপক্ষের সীমানায় আমাদের অনেক পজেশন ছিল এবং অনেক চাপ দিতে পেরেছি।”

দল এভাবে খেলতে থাকলে আরও অনেক ম্যাচই জেতা সম্ভব বলে মনে করেন এনরিকে। জোড়া হলুদ কার্ড দেখে ডিফেন্ডার জর্দি আলবাকে মাঠ ছাড়তে হয়। এরপরও বার্সেলোনাকে মোটেই ভুগতে হয়নি বলে মুগ্ধ বার্সেলোনা কোচ।

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ৩৩ ম্যাচে কাতালুনিয়ার দলটির পয়েন্ট ৮১। আর এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৭৬।

রোববার রিয়াল মাদ্রিদ সেল্তা ভিগোর মাঠ থেকে জয় নিয়ে ফিরলেও দুই দলের পয়েন্ট ব্যবধান থাকবে দুই, যা নিয়ে সন্তুষ্ট এনরিকে।

“আমরা আরেকটা সপ্তাহ টিকে আছি এবং এখনও (শিরোপা-ভাগ্য) আমাদের ওপরই নির্ভর করছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”