ভূমিকম্প: নেপালে নিরাপদে বাংলাদেশের মেয়েরা

নেপালে শক্তিশালী ভূমিকম্পের পর এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়া বাংলাদেশের মেয়েরা নিরাপদে আছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 11:12 AM
Updated : 26 April 2015, 09:23 AM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন্স উইংয়ের কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, নিরাপত্তার কারণে ফুটবলারা হোটেল ছেড়ে মাঠে ছিলেন।

“নেপালে মেয়েরা ভালো আছে; নিরাপদে আছে। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে।”

শনিবার নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ধসে পড়েছে বহু ভবন,নিহত হয়েছেন শতাধিক মানুষ।

এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের ফাইনালে শনিবার স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের খেলতে নামার কথা ছিল। কিন্তু ভূমিকম্পের কারণে ফাইনাল স্থগিত করা হয়েছে।

ফাইনালের দিনক্ষণ ফের ঠিক হওয়ার আগে নেপাল থেকে ফুটবলারদের দেশে ফিরিয়ে আনা হবে কিনা তা নিয়ে এএফসির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

সেমি-ফাইনালে ইরানকে ২-০ গোলে হারিয়ে এ আসরের ফাইনালে ওঠে কৃষ্ণা-মার্জিয়ারা। এর আগে শেষ চারে ওঠার পথে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করা বাংলাদেশ ভুটানের মেয়েদের বিপক্ষে ১৬-০ ব্যবধানে জয় পায়।