আর্সেনাল বা ভেঙ্গার নয়, মরিনিয়োর ভাবনায় জয় 

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা থেকে বলতে গেলে দুটি জয় দূরে চেলসি। এরপরও অবশ্য দলটির কোচ জোসে মরিনিয়ো কিছুই নিশ্চিত ধরে নিচ্ছেন না। আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে দলটির বিপক্ষে অতীত রেকর্ড নিয়ে ভাবছেন না তিনি। মরিনিয়োর ভাবনায় শুধুই জয়। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2015, 10:15 AM
Updated : 25 April 2015, 10:15 AM

আগামী রোববার আর্সেনালের মাঠ এমিরেটসে খেলবে চেলসি। গত ১২ ম্যাচে আর্সেন ভেঙ্গারের দলের কাছে হারেনি মরিনিয়ো।  
 
ম্যাচের আগে অবশ্য পরিসংখ্যানে এগিয়ে থাকার বিষয়টি আমলে নেননি মরিনিয়ো।

“আমার কাছে অর্জন হচ্ছে (রোববার) জেতাটা। আর্সেনালের বিপক্ষে এর আগের ১২ ম্যাচ বিষয় নয়।”

মরিনিয়োর সঙ্গে ভেঙ্গারের সম্পর্কটা মোটেই মধুর নয়। গত অক্টোবরে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির কাছে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে ভেঙ্গার মরিনিয়োকে ধাক্কা দিয়েছিলেন। পরে অবশ্য দু:খ প্রকাশ করেছিলেন ভেঙ্গার।  
 
সম্প্রতি ভেঙ্গারকে ‘ব্যর্থতায় বিশেষজ্ঞ’ বলে খোঁচা দেন মরিনিয়ো। তবে ভেঙ্গারকে প্রতিপক্ষ মানছেন না চেলসি কোচ। 

“সে আমার প্রতিপক্ষ নয়। আমি শুধু মনে করি, আমি যেখানে কাজ করি এবং বাস করি; সে সেই শহরের বড় একটি ক্লাবের কোচ।”
 
আর্সেনালের বিপক্ষে ম্যাচের তিন দিন পর বুধবার লেস্টার সিটির বিপক্ষে খেলবে চেলসি। দুটি ম্যাচই জিতে গেলে চার ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত করবে তারা।