ইউভেন্তুসের বিপক্ষে আত্মবিশ্বাসী রিয়াল

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ড্রর পর অনেকেই বলছেন, রিয়াল মাদ্রিদ সহজ প্রতিপক্ষ পেয়েছে। দলটির কোচ কার্লো আনচেলত্তি অবশ্য প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে ওঠার বিষয়ে আত্মবিশ্বাসী।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2015, 07:14 PM
Updated : 24 April 2015, 07:18 PM

শুক্রবার নিওঁতে ড্রয়ের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে আনচেলত্তি ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেন।

"গত বছরের পর আরেকটি ফাইনাল খেলার স্বপ্নের পেছনে ছুটতে পারি বলে আত্মবিশ্বাসী আমরা।"

স্বপ্ন পূরণ করতে হলে রিয়াল মাদ্রিদকে কী করতে হবে, সেটাও উল্লেখ করেন আনচেলত্তি।

"জিততে হলে রিয়াল মাদ্রিদের সেরা ফর্মে থাকতে হবে। আতলেতিকোর বিপক্ষে খেলা দলটাই আমাদের লাগবে। …আমাদের অনেক আত্মবিশ্বাস আছে।"

চ্যাম্পিয়ন্স লিগের অপর সেমি-ফাইনালে বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে।