ইন্দোনেশিয়ায় ২য় রাউন্ড থেকেই সিদ্দিকুরের বিদায়

দেশের মাটিতে প্যাট্রন কাপে ছন্দ হারানো সিদ্দিকুর রহমান ইন্দোনেশিয়াতেও ব্যর্থ হয়েছেন। সিআইএমবি নিয়াগা ইন্দোনেশিয়ান মাস্টার্স গলফের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেছেন বাংলাদেশের সেরা এই গলফার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2015, 03:25 PM
Updated : 24 April 2015, 03:25 PM

শুক্রবার রয়েল জাকার্তা গলফ ক্লাব কোর্সে দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে নয় শট বেশি খেলেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ১১ শট বেশি খেলে যৌথভাবে ১০১তম স্থানে থেকে দ্বিতীয় রাউন্ড শেষ করেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

কমপক্ষে পারের চেয়ে সাত বেশি খেলা গলফাররা ইন্দোনেশিয়ার এই আসরের তৃতীয় রাউন্ডে খেলার সুযোগ পেয়েছেন।

দেশের মাঠে সর্বশেষ খেলা প্যাট্রন কাপ গলফে তৃতীয় হয়েছিলেন সিদ্দিকুর।