বার্সার প্রতিপক্ষ বায়ার্ন, রিয়ালের ইউভেন্তুস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে কঠিন প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। জার্মানির ক্লাব হিসেবে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে লুইস এনরিকের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2015, 10:53 AM
Updated : 24 April 2015, 02:46 PM

শেষ চারের অন্য ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ। ইতালির ক্লাব ইউভেন্তুসের বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।

চারবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা কোয়ার্টার-ফাইনালে দুই লেগ মিলে ফরাসি ক্লাব পিএসজিকে ৫-১ ব্যবধানে হারায়। প্রথম লেগে ৩-১ ব্যবধানে জেতার পর ফিরতি লেগে ২-০ গোলে জেতে বার্সেলোনা।

আর তাদের প্রতিপক্ষ বায়ার্ন দুই লেগ মিলে ৭-৪ ব্যবধানে পর্তুগালের দল পোর্তোকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে।

২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন বায়ার্ন প্রথম লেগে পোর্তোর মাঠে ৩-১ গোলে হেরে যাওয়ায় জার্মান দলটির সমর্থকদের অনেকের মনেই হয়তো ছিটকে পড়ার শঙ্কা জেগেছিল। কিন্তু ফিরতি লেগে ঘরের মাঠে যেভাবে তারা জ্বলে ওঠে, তাতে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নও নিশ্চয়ই দেখতে শুরু করেছে দলটি। দ্বিতীয় লেগে ৬-১ ব্যবধানে জেতে তারা।

রিয়াল ও ইউভেন্তুস অবশ্য কঠিন লড়াই করে সেমি-ফাইনালে ওঠে। দুই লেগের লড়াইয়ে রিয়াল তাদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারায় এবং ইউভেন্তুসও একই ব্যবধানে ফ্রান্সের ক্লাব মোনাকোকে হারিয়ে শেষ চারের টিকেট পায়।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে দশম শিরোপা জেতা রিয়াল শেষ আটের প্রথম লেগে প্রতিবেশী আতলেতিকোর মাঠে গোলশূন্য ড্র করার পর ফিরতি লেগে একমাত্র গোলে জেতে ইউরোপের সফলতম দলটি। আর ইতালির ঘরোয়া লিগের বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্তুস ঘরের মাঠে ১-০ গোলে জেতার পর ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে গোলশূন্য ড্র করে।

২০০৩ সালের পর এই প্রথম ইউরোপ সেরার লড়াইয়ের সেমি-ফাইনালে উঠলো দুইবারের চ্যাম্পিয়ন ইউভেন্তুস। ১৯৯৫-৯৬ মৌসুমে শেষবার এর শিরোপা জিতেছিল সেরি আতে সবচেয়ে বেশি শিরোপা জেতা দলটি।  

শুক্রবার সুইজারল্যান্ডের নিওঁতে উয়েফার প্রধান কার্যালয়ে হওয়া ড্রয়ে বার্সেলোনা-বায়ার্নের মুখোমুখি লড়াই নিশ্চিত হওয়ার পরই ইউরোপের গণমাধ্যমগুলোর খবরে উঠে এসেছেন কোচ পেপ গার্দিওলা। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত স্পেনের জনপ্রিয় দল বার্সেলোনার হয়ে ১৩টি শিরোপা জিতেছিলেন তিনি।    

কোচ হিসাবে ছয় মৌসুমের প্রতিবারই নিজের দলকে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে তোলেন গার্দিওলা; চারবার বার্সেলোনাকে আর দুইবার বায়ার্নকে।

রিয়ালের কোচ কার্লো আনচেলত্তিও পুরোনো দলের বিপক্ষে ডাগআউটে নামতে যাচ্ছেন; ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত তুরিনের ক্লাব ইউভেন্তুসের কোচ ছিলেন তিনি।  

আগামী ৫ ও ৬ মে হবে সেমি-ফাইনালের প্রথম লেগ, ফিরতি লেগ হবে পরের সপ্তাহে। আর ফাইনাল হবে আগামী ৬ জুন, জার্মানির বার্লিনে।