মেসির কাছে ক্লাসিকো ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

লিওনেল মেসির কাছে এল ক্লাসিকো বিশেষ এক ম্যাচ। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার লড়াইকে আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের মতো মনে হয় তার। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2015, 10:21 AM
Updated : 24 April 2015, 02:16 PM

সম্প্রতি ফুটবল সাময়িকী ফোরফোরটুকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনা আর নিজের নানা দিক নিয়ে কথা বলেন মেসি। সেখানেই কথা ওঠে রিয়াল-বার্সেলোনার দ্বৈরথ নিয়ে। 
 
“আমি মনে করি, আন্তর্জাতিক মঞ্চে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার মতো। দুটি ম্যাচই বড় এবং প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।”
 
এই দুটি দ্বৈরথে পার্থক্য একটাই দেখেন মেসি - ব্রাজিল বনাম আর্জেন্টিনা দেশের লড়াই, সব কিছু দেশ নিয়ে আর বার্সেলোনার বিষয়টি শুধু শহরের। 
 
ক্লাসিকোতে সর্বোচ্চ গোল করা ফুটবলার মেসি। এমন একটি দ্বৈরথে বিশেষ এই রেকর্ড করতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।