বার্সায় মেসির সবচেয়ে কাছের আলভেস

বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে বন্ধনটা খুব ভালো বলেই জানিয়েছেন লিওনেল মেসি। তবে অন্য সবার চেয়ে ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেসের সঙ্গে সম্পর্কটা সবচেয়ে ঘনিষ্ঠ বলে উল্লেখ করেছেন আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2015, 09:02 AM
Updated : 24 April 2015, 09:02 AM

সম্প্রতি ফুটবল সাময়িকী ফোরফোরটুকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বার্সেলোনার ড্রেসিংরুম নিয়ে কথা বলেন। সেখানে তিনি আলভেসের সঙ্গে তার ভালো বন্ধুত্বের কারণও উল্লেখ করেন।

“আমি সবসময়ই দানি আলভেসের সঙ্গে ঘনিষ্ঠ ছিলাম। আমি যখন বার্সেলোনার মূল দলে আসি, তখন দুজন রাইট উইংয়ে এক সঙ্গে খেলছি।”

মেসি বার্সেলোনার মূল দলে খেলা শুরু করেন ২০০৪ সালে। আর আলভেস সেভিয়া থেকে বার্সেলোনায় নাম লেখান ২০০৮ সালে। সেই থেকে মাঠে ও মাঠের বাইরে আলভেসের সঙ্গে খুব ভালো সম্পর্ক মেসির।

এই সম্পর্ক মাঠেও বেশ ভালো কাজে লাগে বলে মনে করেন মেসি।

“মাঠে ও মাঠের বাইরে এক সঙ্গে অনেক বছর কাটিয়েছি আমরা। দিনে দিনে খুব শক্ত সম্পর্ক গড়ে উঠেছে আমাদের। এটা মাঠেও দারুণ সাহায্য করে। এর মানে, আমরা একে অপরের খেলাটা খুব ভালো বুঝি।”