তবুও আতলেতিকোকে নিয়ে গর্বিত সিমেওনে

রিয়াল মাদ্রিদের কাছে হেরে কোয়ার্টার-ফাইনালেই শেষ আতলেতিকো মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান। তবু দলকে নিয়ে গর্বিত স্পেনের ক্লাবটির কোচ দিয়েগো সিমেওনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2015, 09:07 AM
Updated : 23 April 2015, 10:47 AM

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বে রিয়াল মাদ্রিদের কাছে ১-০ গোলে হারে আতলেতিকো মাদ্রিদ। শেষ আটের প্রথম পর্বে নগর প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করেছিল তারা।

গত মৌসুমে এই রিয়ালের বিপক্ষে লিসবনের ফাইনালে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছিল আতলেতিকোর। এবার ফাইনালে ওঠার জন্য মরিয়া চেষ্টা করা দলটি ৮৭তম মিনিটে হাভিয়ের এরনান্দেসের গোলে ছিটকে পড়ে।

সবকিছুর পরও ম্যাচ শেষে দলের খেলোয়াড়দের নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানান সিমেওনে।

“আমি আমার দলকে নিয়ে গর্বিত। চ্যাম্পিয়ন্স লিগের মতো কঠিন একটি প্রতিযোগিতায় আবার আমরা দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছি। ইউরোপের সেরা আট দলের মধ্যে থাকা সহজ নয়।”

রিয়ালের কাছে হারলেও মনের মধ্যে নেতিবাচক কিছু নেই বলে উল্লেখ করেন সিমেওনে। আতলেতিকোর খেলোয়াড়রা যেমন ফুটবল উপহার দিয়েছে, তাতে অন্য অনেক কোচই হিংসা করবেন বলে মনে করেন তিনি।

ম্যাচের ৭৬তম মিনিটে আরদা তুরান লাল কার্ড দেখেন। এরপরই গোল খায় আতলেতিকো। তবে এটাকে ফল নির্ধারক মনে করছেন না সিমেওনে।