বার্সা এখন তুঙ্গে: নেইমার

জোড়া গোল করে বার্সেলোনাকে সহজে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠতে সাহায্য করা নেইমারের বন্দনায় মেতেছেন সবাই। বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড অবশ্য ম্যাচ শেষে দল নিয়েই বেশি কথা বলেছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2015, 11:20 AM
Updated : 22 April 2015, 11:20 AM

কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে পিএসজির মাঠে ৩-১ ব্যবধানে জিতে সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বার্সেলোনা। আর মঙ্গলবার কাম্প নউয়ে দ্বিতীয় লেগে ২-০ গোলে জিতে সহজেই শেষ চার নিশ্চিত করে চারবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী দলটি।

বার্সেলোনাকে জেতানো গোল দুটি নেইমার ২০ মিনিটের মধ্যে করেন। চতুর্দশ মিনিটে দলকে এগিয়ে দেন তিনি। ব্যবধান দ্বিগুণ করা গোলটি তিনি করেন ৩৪তম মিনিটে।

অসাধারণ ফুটবল উপহার দেওয়া নেইমার দারুণ এই জয়ের কৃতিত্ব সবাইকে ভাগ করে দেন।

“আমি মনে করি, এ মৌসুমে বার্সেলোনার এটা সেরা সময়। চ্যাম্পিয়ন্স লিগ, লিগ; সবকিছুতেই আমরা দারুণ ফর্মে আছি।”

নেইমারের প্রথম গোলটিতে অবদান রাখেন অনেকদিন পর আবার নিজের আসল রূপে ফেরা আন্দ্রেস ইনিয়েস্তা। ম্যাচ শেষে সিনিয়র এই সতীর্থের প্রশংসা করেন নেইমার।

“আমার প্রথম গোল? আন্দ্রেস ইনিয়েস্তাই সব করেছে। আমি শুধু গোলরক্ষককে কাটিয়েছি এবং গোল করেছি।”

দারুণ এক হেডে দ্বিতীয় গোল করা নেইমারও সতীর্থদের প্রশংসায় ভাসেন। ম্যাচ শেষে দলের স্প্যানিশ মিডফিল্ডার সের্হি রবের্তে বলেন, “নেইমারের দুটি গোল আমাদের থিতু করেছে।”