'সবার সঙ্গে বার্সেলোনাও ফেভারিট'

পিএসজিকে খুব সহজে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে জায়গা করে নেওয়ার পর অনেকেই বার্সেলোনাকে শিরোপা জয়ে সবচেয়ে ফেভারিট মানছে। কিন্তু লুইস এনরিকে নিজেদের একা ফেভারিট ভাবেন না। চার ফেভারিটের মধ্যে বার্সাও একটি বলে মনে করেন স্পেনের ক্লাবটির কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2015, 09:29 AM
Updated : 22 April 2015, 09:30 AM

কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে পিএসজির মাঠে ৩-১ ব্যবধানে জিতে সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বার্সেলোনা। আর মঙ্গলবার কাম্প নউয়ে দ্বিতীয় লেগে ২-০ গোলে জিতে সহজেই শেষ চার নিশ্চিত করে চারবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী দলটি।

একচ্ছত্র আধিপত্য দেখিয়ে সেমি-ফাইনালে ওঠায় এবার বার্সার ঘরেই শিরোপা দেখছেন অনেকে। কিন্তু এনরিকে সেটা মানতে নারাজ।

“শিরোপার জন্য আমরা চার ফেভারিটের একটি। আমরা খুব ভালো ফর্মে আছি।”

পিএসজিকে পেছনে ফেলে সেমি-ফাইনালে ওঠাকে অনেকে খুব সহজ হিসাবে দেখলেও এনরিকে সেটাও মানছেন না। প্রথম পর্বে প্রতিপক্ষের মাঠ থেকে বড় ব্যবধানে জিতে আসার পর কাম্প নউতে মনোযোগ ধরে রাখাটাই আসল ছিল বলে উল্লেখ করেন এনরিকে।

বার্সেলোনার খেলোয়াড়রা মনোযোগ খুব ভালোভাবে ধরে রাখতে পারে বলে খুশি দলটির কোচ।

“খেলোয়াড়রা ঠিকঠাক বুঝতে পেরেছে এই ম্যাচের চাহিদা কী।”

অনেকদিন পর পিএসজির বিপক্ষে এই ম্যাচে নিজের সেরা রূপে ফেরেন আন্দ্রেস ইনিয়েস্তা। মাঝ মাঠে অসাধারণ ফুটবল উপহার দেন বার্সেলোনার স্প্যানিশ এই তারকা।

ম্যাচ শেষে ইনিয়েস্তাও কোচের সুরেই কথা বলেন।

“এটা সহজ ম্যাচ ছিল না, কিন্তু আমরা ভালোভাবে সাড়া দিয়েছি।”

দ্বিতীয় পর্বে বার্সেলোনার দুটি গোলই করেন নেইমার। ম্যাচ শেষে যথার্থ প্রশংসাও পান ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।