ইউনাইটেডের সঙ্গে ব্যবধান কমালো সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধান ১ পয়েন্টে নিয়ে এসেছে ম্যানচেস্টার সিটি। রোববার রাতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2015, 02:33 PM
Updated : 19 April 2015, 02:46 PM

ঘরের মাঠে আত্মঘাতী গোলে ম্যানচেস্টার সিটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন সের্হিও আগুয়েরো। 

ইতিহাদে অষ্টদশ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার জেমস কলিন্সের আত্মঘাতী গোলে এগিয়ে যায় সিটি। ডান দিক থেকে স্বাগতিক মিডফিল্ডার হেসুস নাভাসের ক্রস ঠেকাতে পা বাড়িয়ে দিয়েছিলেন ওয়েলসের খেলোয়াড় কলিন্স, কিন্তু তার পায়ে লেগে বল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ায়।

৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সের্হিও আগুয়েরো। ছোট ডি বক্সের মধ্যে স্প্যানিশ মিডফিল্ডার নাভাসের পাস পেয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন এই স্ট্রাইকার।

এবারের ইপিএলে আগুয়েরোর এটা ২০তম গোল। সমান ১৯টি করে গোল করে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন চেলসির স্ট্রাইকার দিয়েগো কস্তা ও টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি কেইন।

এই জয়ে চতুর্থ স্থানে থাকা সিটির পয়েন্ট ৩৩ ম্যাচে বেড়ে হলো ৬৪, ইউনাইটেডের পয়েন্ট ৬৫। 
৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি, সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল।