টানা পাঁচ মৌসুমে রোনালদোর ৫০ গোল

মালাগার বিপক্ষে ম্যাচে মৌসুমে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এ নিয়ে টানা পাঁচ মৌসুমে ৫০ গোল করলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2015, 11:10 AM
Updated : 19 April 2015, 11:13 AM

শনিবার নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে স্পেনের লা লিগায় মালাগাকে ৩-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। দলের পক্ষে গোল তিনটি করেন সের্হিও রামোস, হামেস রদ্রিগেস ও রোনালদো।

প্রথমার্ধে পেনাল্টির সুযোগ নষ্ট করার পর রোনালদো মাইলফলকে পৌঁছানোর গোলটি করেন ম্যাচের যোগ করা সময়ে।

লা লিগার এ মৌসুমে রোনালদোর এটি ৩৯তম গোল। এই মুহূর্তে লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। ৩৫ গোল নিয়ে তার পরেই আছেন লিওনেল মেসি।

২০০৯-১০ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। ক্লাবটিতে এটা তার ষষ্ঠ মৌসুম।

প্রথম মৌসুমেই কেবল ৫০ গোলের মাইলফলক পেরোতে পারেননি রোনালদো। ৩৫ ম্যাচ খেলে সেবার সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোল করেন রোনালদো। পরের মৌসুমে ৫৪ ম্যাচ খেলে করেন ৫৩ গোল। ২০১১-১২ মৌসুমটা আরও ভালো কাটে রোনালদোর, ৫৫ ম্যাচে করেন ৬০ গোল। ২০১২-১৩ মৌসুমে ৫৫ ম্যাচ খেলে করেন ৫৫ গোল।

গত মৌসুমে ৪৭ ম্যাচে খেলে ৫১ গোল করেন রোনালদো। আর এবার ৪৫ ম্যাচ খেলেই ৫০ গোলের মাইলফলকে পৌঁছান তিনি।  

মালাগার বিপক্ষে জয়টি রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর দেড়শ'তম। দলটির হয়ে লা লিগায় তিনি খেলেন মোট ১৯৪টি ম্যাচ, আর গোল করেন ২১৭টি।