বার্সেলোনার হয়ে মেসির আরেকটি মাইলফলক

আরেকটি মাইলফলকে পৌঁছেছেন লিওনেল মেসি। ভালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে বার্সেলোনার হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ গোল করেছেন আর্জেন্টিনার তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2015, 09:50 AM
Updated : 19 April 2015, 09:58 AM

শনিবার নিজেদের মাঠ কাম্প নউতে স্পেনের লা লিগায় ভালেন্সিয়াকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। প্রথম মিনিটেই লুইস সুয়ারেসের গোলে এগিয়ে যায় লুইস এনরিকের দল। ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন মেসি।

মাঝ মাঠে বল পেয়ে বিনা বাধায় ডি বক্সে ঢুকে পড়েন মেসি। অবশ্য তার প্রথম শটটি ঠেকিয়ে দিয়েছিলেন ভালেন্সিয়া গোলরক্ষক দিয়েগো আলভেস। তবে ফিরতি বল জালে পাঠিয়ে অনন্য এক মাইলফলকে পৌঁছানোর আনন্দে ভাসেন টানা চারবারের বর্ষসেরা ফুটবলার।

লিগে বার্সেলোনার হয়ে মেসির এটা ক্যারিয়ারের ২৭৮তম গোল। ৭৫টি গোল করেন তিনি চ্যাম্পিয়ন্স লিগে। স্প্যানিশ কাপে করেন ৩২ গোল। স্পেনের সুপার কাপে করেন ১০ গোল। চারটি গোল করেন ক্লাব বিশ্বকাপে। ৪০০ গোলের বাকি একটি মেসি করেন উয়েফা সুপার কাপে।

বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি গত বছরের মার্চেই নিজের করে নেন মেসি। এর আগে বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা ছিলেন পাওলিনো আলকানতারা। ১৯১২ থেকে ১৯২৭ সাল পর্যন্ত খেলে ৩৬৯ গোল করেছিলেন তিনি।

মেসিকে নিয়ে বহু বছর ধরে অনেকেই উচ্ছ্বাস দেখিয়ে আসছেন। কেউ তাকে 'অন্য গ্রহের' ফুটবলার আখ্যা দিয়েছেন, কেউ আবার তাকে বলে আসছেন সময়ের সেরা ফুটবলার। বার্সেলোনা কোচ লুইস এনরিকেও মেসিকে এর আগে অনেকবারই প্রশংসায় ভাসিয়েছেন।

ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ শেষে দলের ফরোয়ার্ডদের প্রশংসা করতে গিয়ে মেসির নামটি আলাদা করেই উল্লেখ করেন এনরিকে।