গ্রিজমানের নৈপুণ্যে জয়ের পথে ফিরল আতলেতিকো 

জয়ের পথে ফিরেছে আতলেতিকো মাদ্রিদ। সেই সঙ্গে লিগ শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আন্তোয়ান গ্রিজমানের নৈপুণ্যে দেপোর্তিভো লা করুনার মাঠে ২-১ গোলে জিতেছে দিয়েগো সিমেওনের দল। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2015, 06:13 PM
Updated : 18 April 2015, 06:13 PM

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে পঞ্চম মিনিটে দলকে এগিয়ে দেয়ার পর ২২তম মিনিটে ব্যবধান বাড়ান গ্রিজমান। লা লিগায় এ মৌসুমে ২০ গোল করে গোলদাতাদের তালিকায় ক্রিস্তিয়ানো রোনালদো আর লিওনেল মেসির পরেই আছে ফরাসি এই ফরোয়ার্ড।
 
৭৮তম মিনিটে স্বাগতিকদের স্প্যানিশ স্ট্রাইকার অরিয়ল রিয়েরা ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দিলেও শিরোপাধারীদের জয়ের পথে বাধা হতে পারেনি তারা।  
 
এই জয়ে তৃতীয় স্থানে থাকা আতলেতিকোর পয়েন্ট ৩২ ম্যাচে বেড়ে হলো ৬৯। ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা দিনের প্রথম ম্যাচে ২-০ গোলে হারায় ভালেন্সিয়াকে। 
 
লা লিগায় গত সপ্তাহে মালাগার মাঠে ২-২ গোলে ড্র করেছিল আতলেতিকো। পরে গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে তারা ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করে। 
 
আগামী বুধবার নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালের মাঠে ইউরোপ সেরার লড়াইয়ের ফিরতি লেগ খেলতে যাবে আতলেতিকো।