বিশ্বকাপের ফাইনালে কমছে আসন

বিশ্বকাপ এলে অন্যরা যখন স্টেডিয়ামের ধারণক্ষমতা বাড়ানোর চেষ্টা করে, রাশিয়ার সরকার তখন সেটা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2015, 01:56 PM
Updated : 18 April 2015, 01:56 PM

২০১৮ ফুটবল বিশ্বকাপের ফাইনালের স্টেডিয়াম লুঝনিকির ধারণক্ষমতা আট হাজার কমিয়ে ৮১ হাজার করার সিদ্ধান্ত নেয় রাশিয়ার সরকার। 
 
দেশটির সরকারি ওয়েবসাইটে একটি বিবৃতির মাধ্যমে এই আসন কমানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। 
 
ফিফার সঙ্গে আলোচনা করেই রাশিয়ার ক্রীড়া মন্ত্রনালয় এই সিদ্ধান্ত নেয়।
 
ফাইনালের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও এই স্টেডিয়ামে হবে। বর্তমানে স্টেডিয়ামটির সংস্কার কাজ চলছে।
 
রাশিয়াতে ২০১৮ বিশ্বকাপ হবে রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে।