বেতন না দিতে পারায় পার্মার পয়েন্ট কর্তন!

একেই যেন বলে মরার ওপর খাঁড়ার ঘা। এমনিতেই দেউলিয়া হয়ে গেছে সেরি আর ক্লাব পার্মা। এর ওপর কর্মীদের বেতন দিতে না পারায় সেরি আ কর্তৃপক্ষ তাদের থেকে ৪ পয়েন্ট কেটে নিয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2015, 10:52 AM
Updated : 17 April 2015, 02:35 PM

এই চার পয়েন্ট কেটে নেওয়ায় পার্মার অবনমন প্রায় নিশ্চিত হয়ে গেছে। ৩০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার সবার নীচে আছে তারা।

অনেক হতাশার মাঝেও পাঁচ দিন আগে একরাশ সুবাতাস বয়ে গিয়েছিল পার্মা দলে। লিগের শীর্ষে থাকা ইউভেন্তুসকে হারিয়েছিল তারা।

ইতালির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) একটি ট্রাইব্যুনাল পার্মার সভাপতি জিয়ামপিয়েত্রো মানেনতি ও পরিচালক পিয়েত্রো লিওনার্দিকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে।

পুরো মৌসুম ধরে একবারও বেতন পাননি পার্মার খেলোয়াড়রা। এক পর্যায়ে নিজেদের কাপড়  নিজেদেরই পরিষ্কার করতে হয়েছে।

এর আগে সেরি আর আর্থিক আইন লঙ্ঘন করায় গত ডিসেম্বরে এক পয়েন্ট ও মার্চ মাসে দুই পয়েন্ট কেটে নেওয়া হয় পার্মার। 

ক্লাবটি আয়করও দিতে ব্যর্থ হয়। গত মাসে ক্লাবটি দেউলিয়া ঘোষিত হওয়ার আগের দিন অবশ্য মুদ্রা পাচারের অভিযোগে গ্রেপ্তার হন মানেনতি।

এই মৌসুমে দুবার হাতবদল হয় পার্মার। এক পর্যায়ে স্টুয়ার্ড আর নিরাপত্তার টাকা দিতে না পারায় দুটি ম্যাচ স্থগিত করতে বাধ্য হয় তারা।

পার্মার এই আর্থিক দীনতা কাটিয়ে উঠতে জরুরি তহবিল থেকে সাহায্য করে যাচ্ছে ইতালির ফুটবল ফেডারেশন।