ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে খেলবে বার্সা

আগামী ক্লাব ফুটবল মৌসুম শুরুর আগে জুলাই মাসে যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টে খেলবে বার্সেলোনা। বুধবার আয়োজকরা জানিয়েছে, এই টুর্নামেন্টে চেলসি আর ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় নামও থাকছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2015, 06:27 PM
Updated : 16 April 2015, 06:27 PM

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ-২০১৫ নামের এই আসর শুরু হবে আগামী জুলাইয়ে।

তৃতীয় বর্ষে পা রাখতে চলা প্রাক-মৌসুম এই টুর্নামেন্টে মোট দশটি ক্লাব খেলবে। এর মধ্যে তিনটি ক্লাব খেলবে উত্তর আমেরিকার মেজর লিগ সকার থেকে।

স্পেনের লা লিগায় ২২টি আর চ্যাম্পিয়ন্স লিগে চারটি শিরোপা জেতা বার্সেলোনা এবারই প্রথম এই টুর্নামেন্টে খেলবে।  

গত মৌসুমে এই টুর্নামেন্টের শিরোপা জেতে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ২০১৩ সালে প্রথম টুর্নামেন্ট খেলা চেলসি গত বছর এখানে খেলেনি।

ইউরোপ থেকে এ ছাড়াও যুক্তরাষ্ট্রের এই টুর্নামেন্টে খেলবে ২৭ বারের পর্তুগিজ সেরা এফসি পোর্তো আর ইতালির সেরি আর ক্লাব ফিওরেন্তিনা।

মেক্সিকোর চ্যাম্পিয়ন ক্লাব আমেরিকা লিগা এমএক্স থেকে প্রথম দল হিসেবে এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে।

এখন পর্যন্ত ম্যাচের ভেন্যু ঠিক হয়নি, তবে এমএলএসের তিন ক্লাব নিউ ইয়র্ক রেড বুলস, এলএ গ্যালাক্সি ও সান জোসে আর্থকোয়াকস নিজেদের মাঠেই খেলতে পারে।

একইভাবে মৌসুম শুরুর আগে অস্ট্রেলিয়াতেও একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে। রিয়াল মাদ্রিদ, এএস রোমা ও ম্যানচেস্টার সিটি সেখানে খেলবে বলে এরই মধ্যে নিশ্চিত করেছে।