লরিয়াস পুরস্কার পেলেন জোকোভিচ

ক্রীড়াঙ্গনের সম্মানজনক পুরস্কার লরিয়াস অ্যাওয়ার্ড জিতেছেন নোভাক জোকোভিচ। সার্বিয়ার এই টেনিস তারকা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ক্রীড়াবিদের এই পুরস্কার জিতলেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2015, 04:02 PM
Updated : 16 April 2015, 04:02 PM

গত বৃহস্পতিবার চীনের সাংহাইয়ে এই পুরস্কার দেওয়া হয়। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমির ৪৭ জন সদস্যের গোপন ভোটে মূল বিজয়ী নির্বাচন করা হয়।

গত বছর রজার ফেদেরারকে হারিয়ে দ্বিতীয়বারের মতো উইম্বলডন শিরোপা জেতা জোকোভিচ এর আগে ২০১২ সালে লরিয়াসের বর্ষসেরা হয়েছিলেন।

বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদ হয়েছেন ইথিওপিয়ার অ্যাথলেট জেনজেবে দিবাবা। গত বছর ১ হাজার ৫০০ মিটার, ৩ হাজার মিটারে রেকর্ড গড়েন তিনি।

মারাকানার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে গত বছর বিশ্বকাপ জেতা জার্মানি এবার লরিয়াসের সেরা দলের পুরস্কার পেয়েছে। এটি ছিল বিশ্বকাপে জার্মানির চতুর্থ শিরোপা।